আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে সার্বিক পরিবহনের একটি দ্রুতগামী বাসের ধাক্কায় রাকিব মোল্লা (১৮) এক যুবক নিহত হয়েছেন। এসময় রবিন(২২) নামের আরও এক যুবক আহত হয়।
আজ রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিকারমঙ্গল এলাকার ঠাকুর বাড়ি নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের শাহবুদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহন'-এর একটি বাস শিকারমঙ্গল এলাকার ঠাকুরবাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবককে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় তিনি রাস্তার পাশে ছিটকে পড়লে আহত অবস্থায় করে স্থানে ওরা তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিঢে যায়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
এদিকে, সরু রাস্তায় বেপরোয়া গতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা চালকদের অদক্ষতা ও দ্রুতগতিকে দায়ী করে প্রশাসনের কাছে কঠোর নজরদারির দাবি জানান।