মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ
অদৃশ্য কারণে ব্রাহ্মণবাড়ীয়া জেলার হাওর বেষ্টিত নাসির নগর উপজেলায় দীর্ঘদিন ধরে প্রায় অচল হয়ে পড়েছে ১ ও ২ টাকার ধাতব মুদ্রা। ব্যাংক, ব্যবসায়ী, ভিক্ষুক—কেউই এখন আর এই মুদ্রা নিতে চান না। ফলে ক্রেতা–বিক্রেতা সবাইকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের ৪ মার্চ বাংলাদেশে টাকার প্রচলন শুরু হয়। পরে ধাতব মুদ্রা ১ টাকার কয়েন চালু হয় ১৯৭৫ সালে এবং ২ টাকার ধাতব মুদ্রা চালু হয় ২০০৪ সালে।
কিন্তু গত আট থেকে দশ বছর ধরে নাসির নগরসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলায় এই কয়েনগুলো একেবারেই অচল হয়ে আছে।
ব্যবসায়ীরা জানান, কেউ এক দুই টাকার কয়েন নেয় না, ব্যাংকেও জমা দেওয়া যায় না। ফলে দোকানে খুচরা লেনদেনে বড় বিপাকে পড়ছেন তারা।
৪, ৯, ১৪, ২৯, ৩৪, ৪৯, ৯৯ টাকা বিল হলে বাকি রাখতে হয় বা চকলেট দিয়ে সমন্বয় করতে হয় ক্রেতা বিক্রেতাকে। ভিক্ষুকরাও কয়েন নিতে নারাজ।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলেন, ১ টাকা ও ২ টাকার কয়েন সচল করতে হলে প্রশাসনের কঠোর উদ্যোগ জরুরি। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মুদ্রাগুলো একেবারেই অচেনা হয়ে যাবে।
ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাংক ১ ও ২ টাকার কয়েন জমা দিলে নিতে চায় না, কোন কোম্পানির প্রতিনিধিও ১ ও ২ টাকার কয়েন নেয় না। এতে করে ১ ও ২ টাকার কয়েন পুরোপুরি অচল হয়ে পড়েছে বলে জানায় তারা।
ভুক্তভোগী সাধারণ মানুষ সরকারের নিকট ১ ও ২ টাকার কয়েনের বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপের দাবি করেছেন।