আবু বকর সুজন, চৌদ্দগ্রাম প্রতিনিধি:
চৌদ্দগ্রামে বাতিসা বিএনপির নির্বাচনী সমাবেশে অফিস উদ্বোধন কালে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: কামরুল হুদা বলেছেন, আমরা চাইবো শান্তির চৌদ্দগ্রাম। আমি কোনো সন্ত্রাসের চৌদ্দগ্রাম চাইনা। ৫ আগস্টের পরে এই একতা বাজার থেকে অন্যান্য বাজারে যত দোকান লুটপাট ও সন্ত্রাসী কার্যকলাপ হয়েছে কার নেতৃত্বে হয়েছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক কেউ কোনো সন্ত্রাসী কার্যকলাপে যায় নাই। কেই কারো পুকুরের মাছ লুট করে নাই। সুতরাং আমরা শান্তির চৌদ্দগ্রাম গড়তে চাই।
তিনি আরো বলেন, আপনি ২০০১ সালে আমাদের ভোটে নির্বাচিত হওয়ার আগে-পরে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, অনেক মসজিদ মক্তবের প্রতিশ্রুতি দিয়েছেন, একটি প্রতিশ্রুতিও আপনি বাস্তবায়ন করেন নাই। জিয়া আদর্শের সৈনিকরা আপনি ইসলামী মূল্যবোধ ধারণ করেন এই কারণে আপনাকে ভোট দিয়েছিল ঐদিন। কিন্তু ভোটের পরে চৌদ্দগ্রামের মানুষ, জাতীয়তাবাদী দলের লোকজন, জাতীয়তাবাদী পক্ষের শক্তি কি দেখলো? আমাদের জাতীয়তাবাদী দলের লোকজন আপনার কাছে গিয়েছে, আপনি তাদেরকে আপনার সামনে বসতে দেন নাই। যে সমস্ত প্রতিশ্রুতি আপনি দিয়েছেন সে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপনার কাছে গিয়েছিল, কাউকে আপনি সম্মান দিয়ে কথা বলেন নাই। আজকে কী অধিকার নিয়ে আপনি আসেন? গত ১৭ বছর ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে রাজপথে আমরা ছিলাম।
তিনি শনিবার সন্ধ্যায় উপজেলার একতা বাজারে বাতিসা ইউনিয়নের ১নং বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয় উদ্বোধন ও গণসংযোগকালে বক্তৃতায় এই কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক চুট্টু। বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী ফরহাদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী আশ্রাফ, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি গাজী কবির।
এসময় আরো উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু ও গিয়াস উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম,
বাতিসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমএ খায়ের মজুমদার, আবু বক্কর ছিদ্দিক, শাহাদাত হোসেন, শরীফ হাসান, বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজাদ পালোয়ান হিরন, মো: সুমন, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি নাজমুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহিন, সহ-প্রচার সম্পাদক মো: সুমন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গফুর হাবিলদার, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বসির সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী।