মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসনে নির্বাচনী জনসভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ১১নং ডালবুগঞ্জ ইউনিয়ন শাখা।
শনিবার বিকেল ৩টায় মহিপুর থানাধীন ডালবুগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান তালুকদার চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মো. মুসা তাওহীদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আ. আজিজ মুসল্লী, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদার, এছাড়াও দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সকল শ্রেণি-পেশার সাধারণ জনগণ জনসভায় যোগ দেন।
জনসভায় সভাপতিত্ব করেন কাজী মো. নাসির এবং সঞ্চালনায় ছিলেন মো. মোফাচ্ছেল হক হিরো।
সভায় প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, "যারা জনগণের ওপর জুলুম-নির্যাতন করেছে তারা আজ দেশে নেই, পালিয়ে বেড়াচ্ছে।"
তিনি অভিযোগ করে বলেন, "দীর্ঘ ১৫ বছরে ডালবুগঞ্জ ইউনিয়নে কোনো উন্নয়ন হয়নি। যারা এ সময়ে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও এমপি ছিলেন, তারা জনগণের প্রতি দায়বদ্ধতা পালনে ব্যর্থ। তারা শুধু মানুষকে আশার কথা শুনিয়েছে কিন্তু উন্নয়নের বাস্তব কোনো চিত্র নেই।"
ইসলামিক আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)–কে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "যাদের বিগত নির্বাচনে কোনো এমপি প্রার্থী নির্বাচিত হয়ে সংসদে যেতে পারেনি, তারা আবার উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে—এটি জনগণ বিশ্বাস করে না।"
তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রতিশ্রুতি দেন যে, "আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে, শিক্ষিত যুবকদের চাকরি খোঁজার জন্য এক বছর বেকার ভাতা দেওয়া হবে ইনশাআল্লাহ।"
উপস্থিত নেতৃবৃন্দ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান।