সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ডিবেটিং সোসাইটির নবীন বিতার্কিকদের বরণ এবং বিতর্কের প্রাথমিক ধারণা ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হলরুমে এই অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাজিব হোসেন সানি এবং বর্তমান সভাপতি সাদিয়া আফরিন।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মুহসিন জামিল বলেন, 'বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বিতর্ক এবং সংগঠনের সাথে পথচলা শানিত করার লক্ষ্যে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি নবীন বরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। তাই তাদের বিতার্কিক হিসেবে গড়ে তুলতে ডিবেটিং সোসাইটির কার্যক্রম অব্যাহত থাকবে।'
সভাপতি সাদিয়া আফরিন বলেন, 'বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরে থেকেই নবীন শিক্ষার্থীরা নানা সময় নানান সংগঠন মুখী হওয়ার জন্য চেষ্টা করে এই সংগঠন মুখী হওয়ার জন্য বিতর্ক অঙ্গনে পরিচিতির ঘটানোর জন্য আজকে আমাদের এই কর্মশালা আয়োজন করা হয়েছে। এই কর্মশালার মাধ্যমে প্রথমেই তাদের বিতর্কের সাথে পরিচয় ঘটানোর ক্ষুদ্র প্রয়াস নেয়া হয়েছে।
পাশাপাশি, বিতর্ক অঙ্গনের সাথে যে মানুষগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত আছেন তাদের সাথে পরিচয় করানোর জন্য এই পুরো আয়োজন করা হয়েছে। এই আয়োজনের সাথে তারা তাদের বিতর্ক চর্চার জন্য আনুষঙ্গিক মানুষ খুঁজে পাবে। ভবিষ্যতে বিতর্ক যাত্রা শুরু করার একটি মাইলফলক হিসেবে কাজ করবে।'