মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় শিবচর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়সংলগ্ন অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক জনাব মাসুদ-উর-রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম, আব্দুল কাদের খান (এসআই), মো. ফরহাদ হোসেন—ব্যবস্থাপনা পরিচালক, ইমপেক্স লিমিটেড; কাজী আরাফাত মিয়া—সফটওয়্যার ইঞ্জিনিয়ার; মল্লিক মোর্শেদুর রহমান—সহকারী শিক্ষক; মো. নুরুল আমিন—পরিচালক, শিবচর আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসা; ফেরদৌস মিয়া—চেয়ারম্যান, ওয়েস্টার্ন ইমপেক্স লিমিটেড; মো. হেমায়েত হোসেন, আল মামুন মৃধা, মো. মোক্তার হোসেনসহ আরও অনেকে। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিবচরের ২৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার মোট ১৮২ জন শিক্ষার্থীকে কৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি এইচ. এম. ইবনে মিজান শিক্ষার্থীদের উদ্দেশে তার বক্তব্যে বলেন, “মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা দেশপ্রেমিক মেধাবী হয়ে উঠবে—এই প্রত্যাশা করি।”
সভাপতির বক্তব্যে মাসুদ-উর-রহমান বলেন, “এসএসসি ও এইচএসসিতে ভালো ফল শুধুই এগিয়ে যাওয়ার প্রথম ধাপ। দীর্ঘ এই যাত্রায় শিবচর ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা হয়তো আর্থিকভাবে খুব বেশি সহযোগিতা করতে পারব না, কিন্তু তোমাদের চলার পথে সঠিক পরামর্শ, দিকনির্দেশনা ও ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহায়তা দিয়ে যাব।”
অনুষ্ঠানের অন্যান্য বক্তারা উচ্চশিক্ষা নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও সুশিক্ষার গুরুত্ব নিয়ে শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিরা জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।