ফয়ছল আহমদ নুমান:
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ এলাকার সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদের সমর্থকরা সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
বৃহস্পতিবার ২০ নভেম্বর সন্ধ্যার পরে অনুষ্ঠিত মশাল মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। তারা হেলাল উদ্দিন আহমেদকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রদানের দৃঢ় দাবি জানান।
সমর্থকরা বলেন, হেলাল উদ্দিন আহমেদ আন্দোলন ও সংগ্রামের পরীক্ষিত নেতা, যার স্বচ্ছ, ন্যায্য ও শক্তিশালী নেতৃত্ব সিলেট-৪ আসনের জন্য আদর্শ। তারা বলেন, হেলাল উদ্দিন আহমেদই এই অঞ্চলের মানুষের আশা ও আকাঙ্খা পূরণ করতে সক্ষম নেতা। বিক্ষুব্ধরা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান, হেলাল উদ্দিন আহমেদকে মনোনয়ন প্রদানের মাধ্যমে এই আসনের মানুষকে তাদের প্রাপ্য নেতৃত্ব প্রদান করা হোক।
মিছিল ও অবস্থান কর্মসূচির সময় সমর্থকরা উল্লাসপূর্ণ স্লোগান দেন, যেমন, লোকাল না বাহিরা, লোকাল লোকাল এবং লোকাল মোদের হেলাল ভাই।
অবস্থান কর্মসূচির কারণে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একমাত্র সড়ক বন্ধ থাকায় দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।
সমর্থন ও উত্তেজনা হেলাল উদ্দিন আহমেদের নেতৃত্বের প্রতি মানুষের গভীর বিশ্বাস ও শ্রদ্ধার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে।