নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালীকে ঘিরে জেলায় নতুন করে রাজনৈতিক উন্মাদনা তৈরি হয়েছে।
তিনি এবার আটপাড়া–কেন্দুয়া (নেত্রকোনা–৩) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন।
দীর্ঘদিন ধরে তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা ও মানবিক কর্মকাণ্ড তাঁকে জনমানসে একজন গ্রহণযোগ্য নেতার অবস্থানে নিয়ে গেছে। এলাকাবাসীর মতে রফিকুল ইসলাম হিলালী শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি মানুষের কল্যাণে নিবেদিত একজন মানবিক ব্যক্তিত্ব।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন হিলালী সাহেবের রাজনীতি সর্বদাই গণমানুষের অধিকার, স্বাধীনতা ও উন্নয়নমুখী চিন্তার ওপর ভিত্তি করে। নেত্রকোনা জেলা বিএনপিকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে তাঁর ভূমিকা প্রশংসিত। তৃণমূল নেতাকর্মীদের প্রতি তাঁর আন্তরিকতা ও সততা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা আগামী নির্বাচনে তিনি বিজয়ী হলে আটপাড়া–কেন্দুয়া উপজেলার দীর্ঘদিনের অবহেলিত রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবেন।
রফিকুল ইসলাম হিলালী বলেন, রাজনীতি ক্ষমতার জন্য নয় জনগণের অধিকার ও কল্যাণ রক্ষার জন্য। নেত্রকোনা–৩ আসনের প্রতিটি মানুষের সুখ–দুঃখের সাথী হতে চাই।
বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও তাঁর প্রার্থিতা নিয়ে আশাবাদী। তারা মনে করেন, হিলালী সাহেবের নৈতিক, দৃঢ় ও কর্মমুখী নেতৃত্ব এ অঞ্চলের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।