মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে অনিয়ম ও দূর্নীতিমুক্ত ক্যাম্পাস, প্রিন্সিপালের পদত্যাগ সহ নায্য অধিকার আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীরা।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম টিএসসি এর সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজ মোড় ও শাপলা চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমবেত হয়।
এসময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা স্লোগান তোলেন, "আমাদের দাবী, আমাদের দাবী! মানতে হবে, মানতে হবে! এক দফা, এক দাবী, প্রিন্সিপালের পদত্যাগ! দূর্নীতিমুক্ত ক্যাম্পাস চাই, ক্যাম্পাস চাই! অনিয়মমুক্ত ক্যাম্পাস চাই, ক্যাম্পাস চাই।"
কয়েকজন শিক্ষার্থী জানায়, " আমরা অনেক টিএসসিতে খোঁজ নিয়েছি, সেখানে পরীক্ষার কোন ফি নেয়া হয় না। অথচ প্রিন্সিপাল স্যার নিয়ম বহির্ভূতভাবে আমাদের কাছ থেকে পরীক্ষার ফি নিচ্ছেন। এছাড়াও তিনি আমাদেরকে প্রতিষ্ঠানিক কিছু ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সহ নানা অনিয়ম ও দূর্নীতি করছেন। যার কারনে আমরা শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার মধ্যে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে জেলা প্রশাসন বরাবর লিখিত দিয়েছি। প্রশাসনের তরফ থেকে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।"