মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট সদর প্রতিনিধি:
জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবিতে (১৯ নভেম্বর ২০২৫) এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শহরের কেন্দ্রীয় সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারীরা দাবি জানান যে, প্রাথমিক মনোনয়ন প্রক্রিয়া তৃণমূলের মতামত উপেক্ষা করে সম্পন্ন হয়েছে। তাঁরা মনে করেন, জনপ্রিয়, পরীক্ষিত ও ত্যাগী নেতাকে মনোনয়ন প্রদান করলে নির্বাচনে বিএনপি আরও শক্তিশালী অবস্থানে থাকতে পারবে। এ কারণে মনোনয়ন পুনর্বিবেচনা ও পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়টি সমাবেশে জোরালোভাবে উপস্থাপন করা হয়।
নেতাকর্মীরা হাতে ব্যানার, ফেস্টুন ও প্রার্থীর ছবি সংবলিত পোস্টার বহন করে মিছিলটিকে আরও বর্ণিল করে তোলেন। ব্যানারে লেখা ছিল— “জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তনের দাবি”। পাশাপাশি স্লোগানের মাধ্যমে তৃণমূলের মতামতকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তাঁরা।
মিছিলে বক্তারা বলেন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের মূল্যায়ন করলে দলের সাংগঠনিক শক্তি আরও বেড়ে যাবে। তাঁরা মনোনয়ন বাছাইয়ে স্বচ্ছতা, গণতান্ত্রিক পদ্ধতি ও তৃণমূলের মতামতের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া দলের কেন্দ্রীয় নেতৃত্বকে দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।
শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ গণমিছিলে স্থানীয় জনসাধারণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কর্মসূচি শেষে আয়োজক দলীয় নেতারা জানান যে, দাবি পূরণ না হলে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।