মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংযোগ সড়কে আবারও সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে একটি প্রাইভেটকার যোগে আসা ডাকাতদল গরু ব্যবসায়ীদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে প্রায় ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। সকাল ৬টার দিকে বন্দরখোলা চৌরাস্তার সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। আহত দুই ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, পাঁচ্চর এলাকার কয়েকজন গরু ব্যবসায়ী সকালে পিকআপে করে টেকেরহাট হাটে যাওয়ার পথে বন্দরখোলা চৌরাস্তার কাছে পৌঁছালে সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ তাদের গতি থামিয়ে দেয়। গাড়ি নষ্ট হয়েছে ভেবে ব্যবসায়ীরা এগিয়ে যেতেই ভেতরে থাকা চারজন ডাকাত আকস্মিকভাবে হামলায় ঝাঁপিয়ে পড়ে। ধারালো অস্ত্রের কোপে দুই ব্যবসায়ী আহত হন এবং সঙ্গে থাকা প্রায় ৪ লাখ টাকা লুট হয়ে যায়।
আহত ব্যবসায়ী রাজন মোল্লা (৬০) জানান, “গাড়ির সমস্যা হয়েছে ভেবে আমরা কাছে গিয়েছিলাম। কিন্তু হঠাৎই তারা অস্ত্র নিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মুহূর্তের মধ্যেই টাকা ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।” আহত অন্য ব্যবসায়ী আলাউদ্দিন দেওয়ান (৬৭) চিকিৎসাধীন রয়েছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”