সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫' এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলাকালীন মার্কেটিং ও প্রত্নতত্ত্ব বিভাগের খেলোয়াড়দের মধ্যকার মারামারির ঘটনায় মার্কেটিং বিভাগের একজনকে অ্যাকাডেমিক কার্যক্রম ও চারজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) শৃঙ্খলা বোর্ড কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
জানা যায়, মার্কেটিং বিভাগের এমবিএ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাফায়েত রহমান ভূঁইয়াকে সকল অ্যাকাডেমিক কার্যক্রম থেকে ০৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে ও আজীবনের জন্য হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, মার্কেটিং বিভাগের আরও চার শিক্ষার্থীকে আজীবনের জন্য হল থেকে বহিষ্কার এবং বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়া কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। এই চারজন হলেন– ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহবুব হাসান ও হাসান মাহমুদ সাফিন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহরিয়ার ইসলাম সৌরভ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাল আবদীন হৃদয়।
পাশাপাশি, স্থগিত হওয়া দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ প্রত্নতত্ত্ব বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, 'টুর্নামেন্টে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল সেটার সমাধান হয়েছে। আগামী সপ্তাহে টুর্নামেন্টের বাকি খেলাগুলো শুরু হবে।'
শৃঙ্খলা বোর্ড কমিটির সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, 'আমাদের শৃঙ্খলা বোর্ডের ১৬ জন সদস্য দীর্ঘদিন সময় নিয়ে যাচাই-বাছাই করে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। আমরা উভয় দলের সদস্যদের নিয়ে ভার্চুয়াল ক্লাসরুমে ওই দিনের ঘটনার ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেছি। সেখানে মার্কেটিং বিভাগের পাঁচজন সদস্যকে সরাসরি মারতে দেখেছি এবং তারা সেটা স্বীকারও করেছে। তাই খেলার শৃঙ্খলা রক্ষার্থে নিয়ম অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'এই টুর্নামেন্টটা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় সে জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করছি এবং সকল শৃঙ্খলাপরিপন্থি কাজ থেকে দূরে থাকার অনুরোধ করছি।'
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত ২৫ অক্টোবর কুবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট সাময়িক স্থগিত করা হয়।