ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়াকে দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দীর্ঘদিন ধরে বহিষ্কৃত থাকা এই নেতাকে পুনরায় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দায়িত্বে ফিরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি–আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে লাল মিয়াকে বিএনপির সব পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছিল।
পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দল।বিএনপি জানায়, লাল মিয়াকে পুনরায় প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।কেন্দ্রীয় বিএনপি আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে লাল মিয়া ইতিবাচক ভূমিকা রাখবেন।