আরিফুল ইসলাম, নবীনগর প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, নবীনগর টু কোম্পানীগঞ্জ সড়কের দোলাবাড়ি এলাকায় মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে ঘটে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা।
স্থানীয়দের বরাতে জানা যায়, দোলাবাড়ি ক্রস রোড এলাকা দিয়ে চলাচলের সময় হঠাৎ আড়া আড়ি রোড থেকে দ্রুতগতিতে একটি বালুবাহী ট্রাক সড়কে উঠে আসে। বেপরোয়া গতিতে আসা ট্রাকটি সরাসরি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় এবং সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়ে।
দুর্ঘটনার পরপরই অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে। অটোরিকশা চালকসহ বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন। তাদের মধ্যে অটোরিকশা চালকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অন্যান্য আহতদেরও স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন এবং প্রয়োজনীয় হলে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন।
সড়কে দুর্ঘটনার কারণে ওই সময় কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ, ওই ক্রস রোড এলাকায় দীর্ঘদিন ধরে যানবাহনের গতি নিয়ন্ত্রণের যথাযথ ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার হার বাড়ছে। দ্রুত গতির ট্রাক ও বালুবাহী গাড়ির বেপরোয়া চলাচল এ ধরনের দুর্ঘটনার জন্য মূলত দায়ী বলে তারা মনে করেন।