অলি উল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইরি ধানের ফলনে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। কৃষক মজিবরসহ স্থানীয় কৃষকেরা জানিয়েছেন, এলাকার প্রধান খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এর ফলে জমিতে অতিরিক্ত পানি জমে থাকে এবং ধানের উৎপাদন ব্যাহত হয়।
কৃষক মজিবর বলেন, “খালটি মাটি দিয়ে ভরাট হয়ে প্রায় বিলীন হয়ে গেছে। ফলে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। খালটি খনন করা না হলে জমিতে সারাবছর পানি থাকবে। এতে বছরে এক-দু'বারের বেশি ফসল ফলানো অসম্ভব। খালটি খনন করা হলে শীতকালীন সবজি থেকে শুরু করে সব ধরনের ফসলই চাষ করা সম্ভব হবে।”
স্থানীয় কৃষকেরা জানান, খাল ভরাটের কারণে বৃষ্টির সময় পানি জমে বন্যা পরিস্থিতি তৈরি হয়। এতে জমির ফসলসহ বিভিন্ন কৃষিজ সম্পদ পানিতে তলিয়ে যায়। তাদের দাবি, দ্রুত খালটি খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হলে এলাকার কৃষিকাজ উৎপাদন বৃদ্ধি পাবে।