মো: সোহেল রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও শহরের বিআরটিসি কাউন্টার এলাকায় (১৭ নভেম্বর) সোমবার রাতে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে রাতের নির্জন সড়ক দিয়ে হঠাৎই এই মিছিল বের হয়।
মিছিলটি প্রায় ১ মিনিট ৩১ সেকেন্ড স্থায়ী ছিল। জেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির নেতা ওসমান গনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, মুখোশধারী ৯ থেকে ১০ জন যুবক হাতে মশাল নিয়ে স্লোগান দিতে দিতে অন্ধকার রাস্তায় এগিয়ে যাচ্ছে।
এ ঘটনায় জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।