মোঃ মোস্তাকিম রহমান, জয়পুরহাট (সদর) প্রতিনিধি:
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দায়মুক্তি (ইমিউনিটি) বাতিল করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—এ রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।
(১৭ নভেম্বর ২০২৫) সোমবার বিকেল ৩টায় শহরের রেলগেট এলাকা থেকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে এগিয়ে যান। সঙ্গে ছিল স্থানীয় পথচারী ও সাধারণ মানুষের ভিড়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, এমএ ওয়াহাবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলিমের নেতৃত্বেও পৃথকভাবে একটি আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করে।
নেতারা বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” একই সঙ্গে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন। শহরের ব্যস্ত সড়কজুড়ে মিছিলের কারণে মুহূর্তের জন্য যান চলাচলেও ধীরগতির সৃষ্টি হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন।