সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের (মৎস্য অধিদপ্তর অংশ) আওতায় মাঠ দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উত্তর মুরাদিয়া নদীর পাড়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাছের উৎপাদন বৃদ্ধি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা এবং নিরাপদ চাষাবাদে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো: এজাজুল হক।
মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি মো: তারিকুল ইসলাম খান, মুরাদিয়ার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো: হাফিজুর রহমান ফোরকানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও চাষিরা এতে অংশ নেন। বক্তারা বলেন, টেকসই চাষাবাদে বিজ্ঞানভিত্তিক নিয়ম মেনে চললে উৎপাদন বাড়বে এবং বাজারে নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিত হবে।
মৎস্য দপ্তর জানায়, চলমান কর্মসূচির আওতায় চাষিদের প্রশিক্ষণ, পোনা বিতরণ, খাদ্য সহায়তা ও প্রযুক্তিগত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। স্থানীয় চাষিরা জানান, এসব কার্যক্রম তাদের বাস্তব চাষাবাদে বড় সহায়ক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিরা। শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক প্রচারসামগ্রী বিতরণ করা হয়।