রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
সাক্ষাৎকালে কৃষকরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তারা জানান—বর্তমান মৌসুমে সার ও বীজের দাম বৃদ্ধি, সেচ সুবিধার ঘাটতি এবং বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় তারা অতিরিক্ত চাপের মুখে পড়েছেন। কৃষকরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি বাড়ানো এবং কৃষি সহায়তা কর্মসূচি আরও শক্তিশালী করার দাবি জানান।
এ সময় এবি পার্টির মনোনীত প্রার্থী কৃষকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মাঠ পর্যায়ের সমস্যাগুলো যথাযথ স্থানে তুলে ধরার আশ্বাস দেন। তিনি বলেন, “কৃষক দেশের মেরুদণ্ড। তাদের জন্য টেকসই কৃষি সহায়তা নিশ্চিত হলে উৎপাদন বাড়বে, কৃষকও স্বাবলম্বী হবে।”
মতবিনিময় সভায় স্থানীয় নেতাকর্মী, কৃষক প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভা শেষে তিনি এলাকার কৃষিজ উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩