মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নরসিংদী জেলা ছাত্র পরিষদের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের সেমিনার রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ মো. শরীফুল ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. আহসানুল্লাহ, পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগের সহকারী রেজিস্ট্রার আব্দুল্লাহ আল সায়ীদ ভূঁইয়া, ফুড টেকনোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার আবদুল আলিম সরকার এবং সংগঠনের সভাপতি মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হামিদুর রহমান শিমুল।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে অতিথিরা নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁরা বিশ্ববিদ্যালয় জীবনে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য বজায় রাখা এবং বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এছাড়া নরসিংদী জেলা ছাত্র পরিষদ, মাভাবিপ্রবির পক্ষ থেকে ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য মো. শরীফুল ইসলামকে বিশেষ সংবর্ধনা জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনের গ্যালারি রুমে এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা গ্রহণ শেষে শরীফুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং চাকরি জীবনের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন।