শেরিফ হোসেন, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেছেন আবু সাঈদ লিওন। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি দলটির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সক্রিয় লিওন স্থানীয় রাজনীতিতে তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করে আসছেন। মনোনয়ন পাওয়ার পর তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে মনোনয়ন ঘোষণার পর সৈয়দপুর ও কিশোরগঞ্জ এলাকায় সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, লিওনের প্রার্থিতা এলাকায় নতুন রাজনৈতিক গতিশীলতা সৃষ্টি করবে।
আসন্ন নির্বাচনে নীলফামারী-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা জমে ওঠার ইঙ্গিত ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।