রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে বার্ষিক রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার লামাসানিয়া আলিম মাদ্রাসার হল রুমে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমির ডা. হারুনুর রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন।
বৈঠকে সংগঠনের চলমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন,উপজেলা উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার,সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস,অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সমাজের কল্যাণমূলক কাজে রুকনদের ভূমিকা আরও বাড়াতে হবে। বিশেষ করে শিক্ষা, মানবিক সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে অংশগ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ আরও জানান, বর্তমান জাতীয় ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় সাংগঠনিক কর্মপরিকল্পনাকে যুগোপযোগী করা জরুরি। এজন্য সদস্যদের নৈতিকতা, দায়িত্ববোধ ও সামাজিক নেতৃত্বে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সমাবেশ শেষে আগামী দিনের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতি গুরুত্ব দিয়ে দোয়া পরিচালনা করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩