শনিবার সকাল ১১ঘটিকায় আইডিয়াল স্কলারস ফরামের উদ্যোগে, মেধা মূল্যায়ন পরীক্ষা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব মাওলানা মোঃ হানিফ উদ্দিন সাহেব , সাবেক অধ্যক্ষ গোলেরহাট ফাজিল মাদ্রাসা। জনাব মোঃ রফিকুল ইসলাম জুয়েল অধ্যক্ষ ভারপ্রাপ্ত কচাকাটা কলেজ, জনাব মোঃ মাহবুবুর রহমান পরিচালক, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জনাব মোঃ মাইনুল ইসলাম প্রিন্সিপাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, জনাব মোঃ সাহাবুল ইসলাম প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল এন্ড কলেজ, আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ রাশেদুল ইসলাম রাসু সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রেসক্লাব প্রস্তাবিত কচাকাটা উপজেলা শাখা, এবং আইডিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত অভিভাবকবৃন্দ।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান উন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কচাকাটা থানার মধ্যে এটি একটি স্বনামধন্য স্কুল হিসেবে পরিণত হয়েছে। আমরা তার প্রমাণ আজ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পেলাম। আইডিয়াল স্কুলের ছাত্র-ছাত্রীদের মান উন্নয়নের জন্য সর্বদাই পাশে থাকার প্রতিশ্রুতি দেন অনুষ্ঠানের আমন্ত্রিত ও বিশেষ অতিথি বৃন্দ ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, পরিচালক, প্রিন্সিপাল, ও সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ। বড়ই উৎফুল্লর মধ্য দিয়ে শেষ হয় আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।