আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘The Voice of JKKNIU’।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা পাবলিক স্পিকিং দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মবিশ্বাস, যুক্তি প্রকাশের ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি প্রদর্শনের সুযোগ পাবে।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার মোট পুরস্কারমূল্য ১৫,০০০ টাকা, পাশাপাশি বিজয়ীদের জন্য থাকবে আরও নানা আকর্ষণীয় বেনিফিট। অংশগ্রহণের জন্য একক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে এবং রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা (BDT)। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৫ নভেম্বর।
উল্লেখ্য ‘The Voice of JKKNIU’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের নিজেদের ভাবনা ও বক্তব্যের মাধ্যমে সমাজ, শিক্ষা ও নেতৃত্বের বার্তা তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্ম। ময়মনসিংহ বিভাগের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট হিসেবে এটি তরুণ প্রজন্মের মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা যোগাবে বলে আশা করছে আয়োজকরা।