রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধি:
২০২৫–২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের অধিভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ বছরের ভর্তি পরীক্ষা পরিচালনার প্রযুক্তিগত ও প্রশাসনিক দায়িত্ব পালন করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিসংক্রান্ত সকল তথ্য, নির্দেশনা, আসন বিন্যাস ও প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি প্রকাশ করা হবে গুচ্ছের ওয়েবসাইটে acas.edu.bd–এ।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। সভায় আটটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরাসরি উপস্থিত ছিলেন এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনলাইনে যুক্ত হন।
সভায় উপাচার্যরা যৌথভাবে বলেন, “পরীক্ষা সুষ্ঠু, ন্যায়সংগত ও সহনীয় পরিবেশে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে প্রস্তুতি নিক; কৃষি গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলো নতুন প্রজন্মের কৃষিবিজ্ঞানীদের স্বাগত জানাতে প্রস্তুত।”
এদিকে, আবেদন ফি ১,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেবল যোগ্য প্রার্থীরাই অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা, সময়সূচি, নীতিমালা ও প্রচারণা ব্যবস্থাপনায় একটি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হালনাগাদ নির্দেশনা আজই সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে এবং আজই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।