শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
মাসুম বিল্লাহ, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ ও এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদারের নির্দেশনায় এ লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী সালমা আলম। তিনি তার বক্তব্যে ৩১ দফা দাবির প্রতি সমর্থন জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি শাহজাহান হাওলাদার। এছাড়াও সভায় নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন, বাউফল উপজেলা বিএনপির সদস্য ও সহযোগী অধ্যাপক মাসুদুর রহমান, বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম, উপজেলা বিএনপি নেতা শাহ আলম মেম্বার, বাউফল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোঃ শাহিন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
পথসভায় বক্তারা বিএনপির ৩১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। তারা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পৌর ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩