মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে মাদারীপুরের শিবচরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মাদবরের চর ইউনিয়ন বিএনপির আয়োজনে পাঁচ্চর গোলচত্বরে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সাজু মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা।সঞ্চালনা করেন শিবচর পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আজমল হোসেন খান সেলিম।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খান,উপজেলা বিএনপির সদস্য মাহবুব রহমান মাদবর, এবং শহিদুল ইসলাম(শহিদ চেয়ারম্যান) সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
কামাল জামান মোল্লা বক্তব্যে বলেন, “শিবচরের মানুষকে ভালোবেসে তারেক রহমান মাদারীপুর-১ (শিবচর) আসনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। কিছু দুষ্কৃতিকারীর কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমার মনোনয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। ইনশাআল্লাহ, মনোনয়ন আবার আমাকে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আপনারা মানুষের বাড়ি–বাড়ি যাবেন, আমার জন্য ভোট চাইবেন। শিবচরের মানুষ আমাকে ভালোবাসে, আমিও তাদের ভালোবাসি। আমি সবসময় শিবচরের মানুষের পাশে থাকবো। আর মনোনয়ন পেলে শিবচরের মানুষের ভালোবাসায় এই আসন বিএনপিকে উপহার দেব।”
সভা শেষে ৩১ দফার মূল বিষয়বস্তু, সংস্কার বিষয়ক প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।