মোঃ হেলাল উদ্দীন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ পালিত হয়েছে।
(১৪ নভেম্বর) শুক্রবার সকাল ১০টায় নাচোল ডায়াবেটিক সমিতি আয়োজিত সদস্যদের অংশগ্রহে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমিতির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে "কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন, শৃংলাই জীবন" এ প্রতিপাদ্যের উপর সমিতির কর্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।
আলোচনাসায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আব্দুস ডাত্তার। এসময় অন্যান্যের মাঝে বক্তব রাখেন সমিতির নিয়মিত চিকিৎসক ডাঃ আব্দুর রব সিদ্দিকি ও সাধারণ সম্পাদক আব্দুস সহিদ। এদিন ডায়াবেটিকস রাগিদের ফ্রী চিকিৎসা দেওয়া হয়।