বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও দেশের নানা স্থানে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার উদ্যোগে মহড়া ও সু ডাউন করেছে।
আজ বিকালে ঈদগাঁও বাস স্টেশন থেকে শ্রমিক কল্যাণ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মহড়া শুরু করেন। ঈদগাঁও বাস স্টেশন এর উভয় পাসে সু ডাউন শেষে সেইফ ইসলামীয়া সফিং কমপ্লেক্সে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলার সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান, জামায়াতে ইসলামীর দায়িত্বশীল শাহাজাহান মনির কোম্পানি, ঈদগাঁও ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি রুবেল মাহমুদ রনি , ঈদগাঁও যুব বিভাগের সেক্রেটারি হাফেজ আবদুল আজিজ , বাস স্টেশন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন , বাস ঘাটা পার্নিচার শাখার সভাপতি কবির আহমেদ প্রমূখ।
মহড়া শেষে বিক্ষোভ সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান বলেন, আবারো এই দেশে যাতে করে কোন ফ্যাসিবাদের জন্ম না হতে পারে, কেউ যেন বাংলাদেশের মানুষের উপরে কোন নির্যাতন বা অন্যায় অপরাধ করতে না পারে, এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঈদগাঁও উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহাজাহান।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে এবং ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইসলামে শ্রমিকদের মর্যাদা অত্যন্ত উচ্চ। যারা দেশের শ্রমিকদের কষ্ট বোঝে, তারাই প্রকৃত অর্থে জাতির বন্ধু। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি—সবাই ক্ষমতায় থেকেও জনগণের কল্যাণে ব্যর্থ হয়েছে। কেউ স্বৈরাচার হয়েছে, কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। কেউ নয় বছর রাজা হয়েছে, আবার দশ বছর সাজা ভোগ করেছে। কিন্তু শ্রমিক কল্যাণ ফেডারেশন মাঠে-ময়দানে শ্রমিকদের পাশে ছিল, আছে এবং থাকবে।
অনেকে প্রচার করছে এমপি হলেই ভাগিনা কোটায় মন্ত্রী হবে— অথচ তারা এখনো ভাগিনা কোটায় নমিনেশনই নিতে পারেনি। জনগণ এখন বুঝে গেছে কে সত্যিকার অর্থে তাদের কল্যাণে কাজ করছে।
সমাবেশে শ্রমিকদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। বক্তারা দেশের চলমান অর্থনৈতিক সংকটে শ্রমিকদের সুরক্ষা ও অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩