আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ও দেশের নানা স্থানে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামী মোটরসাইকেল মহড়া করেছে।
আজ দুপুরে এনায়েতপুর হাট চত্ত্বর থেকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মোটরসাইকেল মহড়া শুরু করেন। এরপর এনায়েতপুর হাসপাতাল, বেতিল, বটতলা বাজার, গোপালপুর গাবতলা, কেজির মোড় হয়ে পুনরায় এনায়েতপুর হাটে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা, দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং আওয়ামী লীগের বিচার দাবি করেন।
উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর ডা. সেলিম রেজা, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাঃ শেখ মোঃ আইয়ুব আলী, এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা জুবায়ের হোসেন, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল কাদের প্রামানিক, এনায়েতপুর থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাসুদ রানা, সেক্রেটারি তরিকুল ইসলাম, জামায়াত নেতা ডাঃ ইদ্রিস আলম, ইছাহাক হোসেন রুবেল, ছাত্রশিবির নেতা ফয়সাল খোন্দকার, চৌহালী উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন এর সভাপতি সেলিম মন্ডল প্রমূখ।
মহড়া শেষে বিক্ষোভ সমাবেশে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন বলেন, আবারো এই দেশে যাতে করে কোন ফ্যাসিবাদের জন্ম না হতে পারে, কেউ যেন বাংলাদেশের মানুষের উপরে কোন নির্যাতন বা অন্যায় অপরাধ করতে না পারে, এই জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সারা দেশে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।