জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ইউনিট ও বিভাগ ভিত্তিক আসন সংখ্যা ঘোষণা করা হয়েছে। এবারের শিক্ষাবর্ষে গতবারের মোট ১,৮১৬টি আসনের সাথে আরও ২৬টি আসন বাড়িয়ে মোট ১৮৪২ আসনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রতিটি বিভাগে অর্ধেক ছাত্রী এবং অর্ধেক ছাত্রদের জন্য আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি গণমাধ্যমকে জানান।
'A’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি, আইআইটি): মোট আসন: ৪২৬। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-গণিত বিভাগে ২৮ জন ছাত্র এবং ২৮ জন ছাত্রী মোট আসন সংখ্যা ৫৬ জন। পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগে মোট ৫৬ জন। রসায়ন বিভাগে ৭০ জন।পদার্থবিজ্ঞান বিভাগে ৬৪ জন। ভূতাত্তিক বিজ্ঞান বিভাগে ৪০ জন। সিএসই বিভাগে ৫০ জন। পরিবেশ বিজ্ঞান বিভাগে ৪০ জন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড টেকনোলজি (আইআইটি) মোট আসন সংখ্যা ৫০। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘B’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): মোট আসন: ৩২৬। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-অর্থনীতি বিভাগে ৭০ জন। ভূগোল ও পরিবেশ বিভাগে ৬০ জন। সরকার ও রাজনীতি বিভাগে ৬৬ জন। নৃবিজ্ঞান বিভাগে ৪০ জন। নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৪০ জন এবং লোক প্রশাসন বিভাগে মোট আসন সংখ্যা ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘C’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): মোট আসন: ৪৬৬ টি। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-বাংলা বিভাগের জন্য বরাদ্দকৃত মোট সংখ্যা ৬০ জন। ইংরেজি বিভাগ মোট ৬০ জন। ইতিহাস বিভাগ ৬০ জন। দর্শন বিভাগে ৫০ জন। প্রত্নতত্ত্ব বিভাগে ৩৮ জন।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৬০ জন। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ৩২ জন। আইন ও বিচার বিভাগে গত বছরের থেকে ১৬ টি আসন বাড়ানো হয়েছে। বর্তমান মোট আসন সংখ্যা ৬৬ জন এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ৪০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
'C1' ইউনিট (কলা ও মানবিকীঅনুষদ):মোট আসন সংখ্যা ৬৪। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-নাটক ও নাট্যতত্ত বিভাগে ২৮ জন। চারুকলা বিভাগে ৩৬ জন।
‘D’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): মোট আসন: ৩১০।অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-উদ্ভিদবিজ্ঞান বিভাগে ৬০ জন। প্রাণিবিদ্যা বিভাগে ৫০ জন। ফার্মেসী বিভাগে ৫০ জন। প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে ৫০ জন। মাইক্রোবায়োলজি বিভাগে ৩৬ জন।বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৪ জন এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগে ৪০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
‘E’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): মোট আসন: ২০০। অন্তর্ভুক্ত বিভাগ এবং আসন সংখ্যা-ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে। ৫০মার্কেটিং বিভাগে ৫০ জন।একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ৫০ জন এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৫০ জন। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
'আইবিএ-জেইউ' (IBA-JU) ইন্সটিটিউট: মোট আসন সংখ্যা ৫০। এই অনুষদের অন্তর্ভুক্ত ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের মোট আসন ৫০ টি। প্রতিটি বিভাগে মোট আসন সংখ্যার অর্ধেক ছেলে এবং অর্ধেক মেয়েদের জন্য বরাদ্দ।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি গবেষণাধর্মী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন। এই আসন সংখ্যার ভিত্তিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিপ্রক্রিয়া পরিচালিত হবে।