সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) বিজয়-২৪ হল ডিবেটিং ক্লাব-র উদ্যোগে এই হলের টিভি রুমে এক বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উক্ত হলের আবাসিক শিক্ষক বাংলা বিভাগের প্রভাষক মোঃ গোলাম মাহমুদ পাভেলের উপস্থিতিতে এবং আবছার উদ্দিন ইফতির সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বিতর্কের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি বিতর্কের নিয়ম, প্রকারভেদ সহ এই সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি বিষয় শেখানো হয়েছে বলে জানা যায়।
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী আবছার উদ্দিন ইফতি বলেন, 'বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যায় শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে হলভিত্তিক সাংস্কৃতিক, ক্রীড়া ও বিতর্ক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বদক্ষতা, দলগত চেতনা, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের বিকাশে সহায়তা করে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো সেই প্রাণবন্ত হল সংস্কৃতি পুরোপুরি গড়ে ওঠেনি। এই সীমাবদ্ধতা কাটিয়ে একটি নতুন সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় থেকেই ‘বিজয় ২৪ হল ডিবেটিং ক্লাব’ নতুন উদ্যম ও দৃষ্টিভঙ্গি নিয়ে পথচলা শুরু করেছে।'
কুবি ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মো. সবুজ ইসলাম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিতর্ককে আরও ছড়িয়ে দিতে বিভিন্ন হলে এখন খুব সক্রিয়ভাবে কাজ করছে। হলগুলো যাতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আরও বিস্তৃত হতে পারে, তার জন্য আমরা হলে হলে বিভিন্ন আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় আজকে বিজয় ২৪ হলে প্রাথমিক কর্মশালার আয়োজন করা হলো। আজকের উপস্থিতিতে খুবই ভালো লাগল। আশা রাখি বিজয় ২৪ হল ডিবেটিং সোসাইটি আরও এগিয়ে যাবে। আজকের নতুনরা হবে উজ্জ্বল কর্ণধার ও কণ্ঠস্বর।'
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষক ও বাংলা বিভাগের প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল বলেন, 'আমাদের পরিকল্পনা হচ্ছে প্রথমে হলের যে বিষয়গুলো বহুদিন ধরে চলে আসছে— বিশেষ করে মাদক এবং অপরাজনীতি, এই দুইটি বিষয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এসব থেকে শিক্ষার্থীদের বিরত রাখার জন্য ইতিবাচক যে কো-কারিকুলার অ্যাক্টিভিটিজ আছে, সেগুলোর সঙ্গে যুক্ত যেকোনো ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিবেট— এ ধরনের কার্যক্রমগুলো শিক্ষার্থীদের একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি ইতিবাচক পথে এগিয়ে নেয়। আমার মনে হয় অপরাধ বা মাদক থেকে দূরে রাখার জন্য বিতর্ক একটি ভালো বিকল্প হতে পারে। সুতরাং আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে ডিবেট কার্যক্রমে যেকোনো ধরনের সহযোগিতা করব।'