প্রণয় জ্যোতি দেওয়ান, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
হেমন্তের শেষে প্রকৃতিতে হঠাৎ এক মন ভোলানো পরিবর্তন এসেছে। রাঙ্গামাটি জেলার নয়নাভিরাম বিলাইছড়ি পাহাড় এখন ঢেকে যাচ্ছে শুভ্র, ঘন কুয়াশার চাদরে। এই দৃশ্য যেন স্পষ্ট ঘোষণা করছে যে, শীত এসে গেছে!
অন্যান্য বছরের তুলনায় এবার যেন একটু আগেই শীতের আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে এই ঘন কুয়াশা। ঝরনার দেশ বলে পরিচিত এই জনপদটি এখন এক মায়াবী রূপ ধারণ করেছে। ভোর মানেই এখন এক অসাধারণ দৃশ্য।
শিশির ভেজা ঘাস আর ঘন সাদা কুয়াশা মিলেমিশে একাকার। দূর থেকে পাহাড়গুলোর দিকে তাকালে মনে হয় যেন সবুজ পাহাড়গুলো সাদা মেঘের ভেলায় ভেসে বেড়াচ্ছে!
পাহাড়ের কোল ঘেঁষে থাকা কাপ্তাই হ্রদের জলীয় বাষ্প এবং রাতের হিমেল হাওয়ার মিলনেই এমন মনোরম ও স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়েছে।
বাতাসে বইছে হালকা ঠান্ডা হাওয়া, যা শরীর ছুঁয়ে গেলে গায়ে কাঁটা দিয়ে ওঠে।
রাতের জমে থাকা শিশির কণাগুলো সকালের প্রথম সোনালী রোদে এখন মুক্তোর মতো চিকচিক করছে।
কুয়াশার এই নিবিড় আলিঙ্গনে বিলাইছড়ি এখন সত্যিই এক স্বপ্নিল গন্তব্যে পরিণত হয়েছে।
এই হালকা শীতের অনুভূতি নিয়ে সকাল সকাওল ঘর থেকে বের হচ্ছেন বিভিন্ন পেশাজীবী মানুষ।
অন্যদিকে, গ্রামের গৃহবধূরা কলসি হাতে ঠান্ডা হাওয়ার মধ্যে জল আনতে যান কেয়ার ঘাটে।
শীতের আগমনে এমন দৃশ্য গ্রামীণ জীবনকে আরও বেশি মনোমুগ্ধকর ও প্রাণবন্ত করে তুলেছে।