শামীম ওসমান, রাজবাড়ী প্রতিনিধি:
বাংলা সাহিত্যের দিকপাল মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী আজ।
বাংলা সাহিত্য ইতিহাসে তিনি এক অমর নক্ষত্র, যিনি নিজের কলমে জাগিয়েছিলেন জাতির চেতনা, ধর্মীয় অনুভূতি ও মানবতার আলো। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ায় জন্ম নেওয়া এই মহান সাহিত্যিক রচনা করেছেন উপন্যাস, নাটক, প্রবন্ধ ও আত্মজীবনী। যা আজও আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।
‘বিষাদ সিন্ধু’তাঁর সেই কালজয়ী সৃষ্টি, যা আজও বাংলার ঘরে ঘরে বেদনা আর ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে আছে।
শ্রদ্ধা সেই সাহিত্যপুরুষের প্রতি, যিনি শব্দে গড়েছেন এক অনন্ত ইতিহাস।