সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
এই জনবহুল সমাজে আজও এমন কিছু জীবন রয়েছে, যা চরম অবহেলা আর কষ্টের অন্ধকারে ডুবে আছে। পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের ফ্লোরে শুয়ে থাকা এই মানুষটি সেই নির্মম বাস্তবতারই এক জীবন্ত উদাহরণ। রাস্তার ধারে পড়ে থাকা এই অসুস্থ ও অবহেলিত মানুষটিকে সম্প্রতি কিছু মানবিক মানুষের প্রচেষ্টায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
অসুস্থতা ও চরম সংকটে দিনযাপন প্রাথমিক চিকিৎসা শুরু হলেও, তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। অপুষ্টি এবং দীর্ঘদিনের অসুস্থতা তাঁকে জীবন-মৃত্যুর এক কঠিন সন্ধিক্ষণে ঠেলে দিয়েছে। হাসপাতালের অপরিষ্কার ফ্লোরে একটি মাদুর আর সামান্য একটি কম্বলই তাঁর বর্তমান আশ্রয়। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং প্রতিদিনের খাবার ও পথ্য সরবরাহ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মানবিকতার হাত বাড়ান, জীবন বাঁচান এই অসহায় মানুষটির পাশে দাঁড়ানো এখন আমাদের সামাজিক দায়িত্ব। তিনি কার স্বজন বা তাঁর পরিচয় কী— এসব ছাপিয়ে এখন প্রয়োজন শুধু একটু মমতা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা।
আপনার সামান্য অনুদান তাঁর মুখে দু'মুঠো খাবার তুলে দিতে পারে এবং উন্নত চিকিৎসার পথ খুলে দিতে পারে।
আমরা সমাজের বিবেকবান মানুষের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এই অবহেলিত মানুষটির জীবন বাঁচাতে এখনই সাহায্যের হাত বাড়িয়ে দিন।