শাকিল, নকলা (শেরপুর) প্রতিনিধি:
নকলা উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, ব্যবসায়ী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী, যিনি গণসংযোগ শেষে এক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তার বক্তব্যে বলেন, “মাদক এখন শুধু একজন মানুষ নয়, গোটা প্রজন্মকে ধ্বংস করছে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের যৌথ উদ্যোগ প্রয়োজন। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে—তাহলেই আমরা একটি আলোকিত সমাজ গড়তে পারবো।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণই তার অগ্রাধিকার। জনগণের সমস্যাগুলো সরেজমিনে জেনে তা সমাধানের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
পথসভায় বক্তারা স্থানীয় যোগাযোগব্যবস্থা, কৃষি উন্নয়ন, নদী ভাঙন প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্থানীয় জনগণও তাদের নানাবিধ সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা বলেন, জনগণের মতামতই উন্নয়নের মূল ভিত্তি—তাদের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গণসংযোগ ও পথসভা শেষে এলাকার যুবকদের উদ্দেশে মাদকবিরোধী শপথ গ্রহণের আহ্বান জানানো হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সঞ্চার ঘটায়।