মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধি:
আজ, বুধবার (১২ নভেম্বর ) যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গাজিপাড়া আলোকের বাড়িতে নারী ভোটারদের অংশগ্রহণে এক প্রাণবন্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। আরও উপস্থিত ছিলেন।
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম, সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না,যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বিএনপি'র অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আমি আপনাদেরই সন্তান কারো ভাই, কারো মামা, কারো চাচা কিংবা কারো খালু। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি ধানের শীষ বিজয়ী হয়, আমি এমপি হিসেবে নারীদের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কাজ করব।
তিনি আরও বলেন, আমাদের মা-বোনদের জন্য দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। শিক্ষিত তরুণ-তরুণীদের যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা এবং যারা পড়াশোনা থেকে দূরে আছে, তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহের পথ সুগম করা হবে। আমার লক্ষ্য প্রতিটি পরিবারে একটি স্থায়ী আয়ের উৎস নিশ্চিত করা।
নারীদের উদ্দেশ্যে তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, মা-বোনেরা, আপনাদের চিন্তার কিছু নেই। আমি এমন একটি নিরাপদ ও স্বাবলম্বী সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক নারী ও সন্তানদের জীবনে থাকবে উন্নয়ন, সম্মান ও নিশ্চয়তা।”
এছাড়া তিনি বাগআঁচড়ায় উন্নত সুযোগ-সুবিধা সংবলিত একটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন, যাতে স্থানীয় জনগণ সহজে জরুরি স্বাস্থ্যসেবা পেতে পারে।
উঠান বৈঠক শেষে জনাব মফিকুল হাসান তৃপ্তি বাগআঁচড়া বাজার এলাকা পরিদর্শন করেন। সেখানে তিনি ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি জনগণকে আহ্বান জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিন।