মুতাসিম বিল্লাহ বায়জিদ, জামালপুর প্রতিনিধি :
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে প্রকাশিত ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।
আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথম ব্যাচের (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নবপ্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় থেকে তিনিই প্রথম শিক্ষার্থী, যিনি বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ইতিহাস সৃষ্টি করলেন।
এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। সবাই আরিফুল ইসলামের এই অর্জনকে জাবিপ্রবির জন্য এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন।