শাহরিয়াজ, কক্সবাজার সদর প্রতিনিধিঃ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালীর ছাত্রলীগ কর্মী শেফায়েতুল ইসলাম ইমরানকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে কক্সবাজার শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ড. ইউনূসকে উদ্দেশ্য করে ফেসবুক লাইভে আপত্তিকর ভাষায় বক্তব্য দেওয়া ও প্রাণনাশের হুমকির ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান গা-ঢাকা দিয়েছিলেন। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা এবং কক্সবাজারসহ বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়।
দীর্ঘদিন ধরে ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী ও উসকানিমূলক কন্টেন্ট ছড়াচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক আকস্মিক মিছিলের নেতৃত্ব দেন তিনি। ওই ঘটনার পর থেকেই তাকে ধরতে পুলিশ তৎপর হয়।
গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রায় দুই মিনিটের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে ইমরানকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় হুম