ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন, পাথর লুট ও অবৈধ বালু উত্তোলনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে একজনকে তিন মাসের এবং শাহ্ আরপিন টিলার এক ট্রাকচালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মিলে মাজার এলাকা থেকে লুট করা পাথরভর্তি একটি ট্রাক জব্দ করে মিলের মালিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি নৌকা জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ রমজান আলী (২০), পিতা: মোহাম্মদ কালা মিয়া, মাতা: মৃত মনোয়ারা বেগম, সাং: পুরাতন জালিয়ার পার, পশ্চিম ইসলামপুর, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।মোঃ আশিক আলী (৫০), পিতা: বোরহান উদ্দিন, মাতা: মৃত দুলভি বেগম, সাং:কালিবাড়ি, পূর্ব ইসলামপুর, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।মোহাম্মদ শওকত আকবর, পিতা: আলী আকবর, মাতা: খোরশেদা বেগম, সাং: ৩৩০ কাতনগঞ্জ, হাজী আসাদ আলী সওদাগর বাড়ি, থানা: কোতোয়ালি, চট্টগ্রাম।মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা: মৃত নানু মিয়া, মাতা: মোছাঃ খুজেদা বেগম, সাং: বতুমারা, নোয়াগাঁও, উত্তর রনিখাই, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।
অভিযানে জব্দ করা পাথর ও বালু প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান,চারজন কে আটক করা হয়েছে এবং আমাদের নিয়মিত অভিযান চলবে।