মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাদারীপুর জেলার শিবচরে বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু জাফর চৌধুরীর উদ্যোগে আলোচনা সভা ও মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিবচরের শিরুয়াইল ইউনিয়নের নিজ বাসভবনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় আবু জাফর চৌধুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত আছি। মাদারীপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবচর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে ধানের শীষের বিজয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।”
তিনি আরও বলেন, "দলের যে কোনো স্বীদ্ধান্ত আমি মেনে নিব,তবে যদি শিবচরের এমপি হিসেবে জনগণের সেবা করার সুযোগ পাই, তবে মাদক নিয়ন্ত্রণ, কৃষক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করব।"
আলোচনা সভা শেষে তিনি প্রায় তিন শতাধিক ’ মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি তার নিজ বাড়ি থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পথে পথে সাধারণ জনগণ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
স্থানীয়রা জানান, বিএনপির জন্মলগ্ন থেকেই আবু জাফর চৌধুরী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন পরিচ্ছন্ন, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সর্বমহলে পরিচিত। বিএনপির মনোনয়ন পেলে শিবচর বিএনপিতে নতুন উদ্দীপনা ও ঐক্য ফিরবে বলে তারা আশা প্রকাশ করেন।