সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকীতে সাপের কামড়ে যোগীন্দ্র হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যোগীন্দ্র হাওলাদার রাজাখালী বাজারে ছেলে জগদীশ হাওলাদারের পান-সুপারির দোকান দেখাশোনা করতেন।
স্থানীয়রা জানান, দুপুরে খাওয়ার পর খাটে বসে ধূমপান করছিলেন যোগীন্দ্র। এ সময় একটি সাপ তার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়।
গ্রামবাসীর ধারণা, সাপে কামড়ের পর আক্রান্ত স্থানে ঠিকমত বাঁধ না দেওয়া ও হাঁটাচলার কারণে শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ে।
দুমকি থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩