শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
মো: ফাহিম সরকার, বিরামপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরামপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম জাহিদ হোসেনের নেতৃত্বে আয়োজিত এ ক্যাম্পে সাধারণ থেকে শুরু করে জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
মেডিকেল ক্যাম্পে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন। এদের মধ্যে ছিলেন মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, হৃদরোগ, অর্থোপেডিক, চর্ম ও যৌন, ইউরোলজি প্রভৃতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ।
স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন বিনামূল্যের চিকিৎসা সেবা তাদের জন্য অত্যন্ত উপকারী ও আশীর্বাদস্বরূপ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩