বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শিবচরে হত দরিদ্রদের মধ্যে বিনামূল্যে গাভী বিতরন ও গাভী পালন প্রশিক্ষন দোয়ারাবাজারের দোহালিয়ায় গণসমাবেশে কলিম উদ্দিন আহমেদ মিলন আওয়ামি লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ঈদগাঁওতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর মহড়া নবীনগর পশ্চিম ইউনিয়নের কয়েকটি গ্রামে ইন্টারনেট সেবার চরম দুরবস্থা পঞ্চগড়ে নতুন জেলা প্রশাসকের যোগদান “ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” বাউফলে ড. শফিকুল ইসলাম আওয়ামী লীগের লকডাউন ও নাশকতার প্রতিবাদে এনায়েতপুরে জামায়াতে ইসলামীর মহড়া জাবিতে বাড়ানো হলো বিভাগ ভিত্তিক আসন সংখ্যা সিলেটে বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার চোরাচালান জব্দ জাবির ১৫ নং ছাত্রী হলে নবীনবরণ, হল সংসদ অভিষেক ও বিদায় সংবর্ধনা কুবির বিজয়-২৪ হলে বিতর্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আওয়ামীলীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে, কুমিল্লা জেলা জাতীয় ছাত্র শক্তি “মশাল মিছিল” বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা দুপুর আড়াইটায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ১৭ নভেম্বর রাজবাড়ীতে বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ‘ঢাকা লকডাউন’ ঘোষণার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ

“ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে চলবে না” বাউফলে ড. শফিকুল ইসলাম

মোঃ রেদোয়ান উল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “ফ্যাসিস্ট গণহত্যাকারী শেখ হাসিনার কোনো লকডাউন বাংলাদেশে কার্যকর হতে দেওয়া হবে না। তারা লকডাউন দিয়েছিল, আমরা লকআপ করে লক ওপেন করে দিয়েছি।”

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতার দুয়ার খুলে গেছে, তা আর কোনো ফ্যাসিস্টের ডাকে বন্ধ করা যাবে না। দেশ এখন উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। দেশপ্রেমিক জনগণই বাংলাদেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করবে।

১৩ নভেম্বর সকাল ১০টায় বাউফল পৌরসভায় গণসংযোগকালে কাগুজির পুল এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ড. মাসুদ আরও বলেন, “শেখ হাসিনা যেমন দেশ ও জাতির শত্রু, তেমনি আওয়ামী লীগেরও শত্রু। নিজ দলের নেতাকর্মীদের বিপদে ফেলে নিজের পরিবারের কয়েকজন সদস্য ও কয়েকটি সুটকেস নিয়ে পালিয়েছে। মাত্র ১৫ মিনিটও টিকতে পারেনি। অথচ আমরা ১৫ বছর ধরে জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ত্যাগ করিনি।”

তিনি অভিযোগ করে বলেন, যারা পালাতে পারেনি তাদের এখন রাস্তায় নামিয়ে মার খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। “মামা বাড়ি বসে নির্দেশ দেবেন আর নেতাকর্মীরা রাস্তায় মার খাবে এটা হতে পারে না। আওয়ামী লীগের কর্মীরাই একদিন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির দাবি করবে,” যোগ করেন তিনি।

ড. মাসুদ বলেন, ফ্যাসিবাদীরা দেশের মানুষকে দমিয়ে রাখতে চেয়েছিল, মা-বোনদের ইজ্জত লুণ্ঠনের চেষ্টা করেছিল। কিন্তু জনগণ এখন জেগে উঠেছে। যদি আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা হয়, দেশবাসী তা প্রতিরোধ করবে।

তিনি আরও বলেন, “আপনারা ক্ষমতায় গেলে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সকল মামলা তুলে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তা শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী জনতার সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার শামিল। জনগণ আপনাদেরও ফ্যাসিবাদের দোসর হিসেবে গণ্য করবে।”

উন্নত বাউফল গঠনের আহ্বান জানিয়ে ড. মাসুদ বলেন, ঐক্যবদ্ধ দল ছাড়া উন্নয়ন সম্ভব নয়। “আমরা জনগণের পাশে থেকেছি বৃষ্টির সময় ছাতা, শীতে বস্ত্র, সেলাই মেশিন ও অসহায়দের ঘর নির্মাণে সহায়তা দিয়েছি। বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছি। দুর্নীতি ও চাঁদাবাজি রোধে ২০২৬ সালের ব্যালটই হবে জনগণের জবাব।”

পথসভায় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল দাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেনসহ শতাধিক নেতাকর্মী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩