বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
এনসিপির মনোনয়ন নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুমিনুল কক্সবাজারে ৪০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী আটক গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ আগুন চারঘাটে পদ্মা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের যৌন হয়রানি অভিযোগে গ্রেফতারকৃত ফয়সালকে আদালতে প্রেরণ ঈদগাঁওয়ে বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর পাঁচ্চর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুটি শটগান ও ২০ রাউন্ড গুলি জব্দ জৈন্তাপুর কানাইঘাটে বিজিবির অভিযান: ১৪ লাখ টাকার ভারতীয় মদ ও বিড়ি জব্দ নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’ একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক শীতের আভা পড়তেই বানারীপাড়ায় পিঠার দোকানে ভীড় কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন কুকসুর রোডম্যাপের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চুনারুঘাটে লাইসেন্স বিহীন যানবাহন আটক সামসুজ্জামানের নেতৃত্বে কোম্পানীগঞ্জে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ গাজীপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত গাজীপুরে ৪ ডাকাত গ্রেফতার ফুলপুরে ৭ জনের বিরুদ্ধে মিথ্যা অপহরন মামলার অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন হয়েছে ‘কুরআন উপহার কর্মসূচি ২০২৫’

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা (যশোর) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।

মঙ্গলবার বিকেলে শার্শার কায়বা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে চালিতাবাড়িয়া বাজারে প্রথমে নির্বাচনী প্রচারণায় ধানের শীষের লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ শুরু করেন তিনি। পরবর্তীতে চালিতাবাড়িয়া বাজার সংলগ্ন বিআরডি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মফিকুল হাসান তৃপ্তি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো অপকর্ম বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছি। ধানের শীষ প্রতীক মানেই মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের অধিকার রক্ষায় আজও অবিচল রয়েছেন, আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও সুশাসিত রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন। আমরা তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি।

তিনি উপস্থিত জনগণের উদ্দেশে আহ্বান জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করুন। আসুন, একসাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হই।

সভায় কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান হবি, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, কায়বা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, সদস্য মাহমুদ সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে স্থানীয় জনগণ ধানের শীষ প্রতীকে পূর্ণ সমর্থন জানান এবং বিএনপি প্রার্থীর প্রতি তাদের আস্থা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩