রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
মো: মাসুম রেজা, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে শতাধিক নেতা-কর্মী একযোগে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
(০৮ নভেম্বর) শনিবার বিকেলে কালাই বাজার ময়দানে আয়োজিত এক জনসভায় প্রকাশ্যে এই যোগদানের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা বলেন, “দল ত্যাগীর মূল্যায়ন করতে জানে না— তাই আমরা নতুনভাবে পথ চলতে চাই।”
তাদের দাবি, স্থানীয় পর্যায়ে দলীয় মনোনয়ন নিয়ে বিভাজন ও নেতৃত্ব সংকটের কারণে তারা নতুন রাজনৈতিক আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির স্থানীয় ইউনিটে মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অসন্তোষ দেখা দেয়। এর জেরে একাংশ নেতা-কর্মী দল থেকে সরে গিয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। কারণ, কালাই ও আশপাশের এলাকায় জামায়াতে ইসলামী সাম্প্রতিক বছরগুলোতে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা রাখছে।
জনসভায় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনেকে একে স্থানীয় রাজনীতিতে “একটি নতুন ধ্রুবক পরিবর্তনের সূচনা” বলে অভিহিত।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩