রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
ওমর ফারুক, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত চূয়াডাঙ্গা-২ আসনের এমপি নমিনী জেলা আমীর এডভোকেট রুহুল আমিন মনোহরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
গতকাল শনিবার বিকাল ৫ টার সময় মনোহরপুর ইউনিয়ন জামায়াত অফিস থেকে শুরু করে ধোপাখালী, কালা, গাংপাড়া ও মনোহরপুর গ্রামের বিভিন্ন বাজার ও মহল্লায় গনসংযোগ করেন।
এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে এদেশের রাজনৈতিক কালচার পরিবর্তন করতে চাই। কাউকে রাজনীতি করার কারণে হয়রানি করা হবেনা। ভোট কাটার স্বপ্ন, দুঃস্বপ্নে পরিনত করা হবে। জামায়াত মানুষের হক জনগণের দোর গোড়ায় পৌছে দিতে চাই। আমরা শাসক নই বরং জনগণের সেবক হতে চাই।
গনসংযোগে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদ, জেলা প্রশিক্ষন সম্পাদক জিয়াউল হক, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জীবননগর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমীর সাখাওয়াত হোসেন, হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজলোর সেক্রেটারি মাহফুজুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন, সেক্রেটারি জাহিদুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন সভাপতি রবিউল ইসলাম , সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা নেয়ামুল হক, শফিকুল ইসলাম, বেতের আলী, যুবনেতা মোমিনল ইসলাম, সাগর আহম্মেদ প্রমুখ । এছাড়াও বিকাল ৪ টার সময় মনোহরপুর গ্রামে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর রুহুল আমীন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩