রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
আব্দুল আওয়াল, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আজ এনায়েতপুর থানার খুকনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) বিকেলে খুকনী ইউনিয়নের খোকশাবাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরোয়ার সরকার।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ড. এম এ মুহিত।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, ধানের শীষ আমাদের আশার প্রতীক। আপনাদের সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির পাশে থাকার আহ্বান জানাই। বিএনপি ক্ষমতায় এলে আপনারা নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ সুরক্ষায় উন্নত সেবা পাবেন। তাই সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করতে হবে।
উক্ত উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রওশন আলী মুন্টু সরকার, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিজয় আহম্মেদ, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহরিয়ার খান ইমন,
এনায়েতপুর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোনাউল্লাহ সরকার, এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, জেলা মৎস্য জীবী দলের নেতা রবিউল ইসলাম সরকার প্রমুখ।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩