রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
আল আমিন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, কেউ কেউ বলছেন যে আগামী ১০-১৩ নভেম্বর নাকি বাংলাদেশ অচল করে দেবে। এ ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই যে বাংলাদেশের মানুষ একতাবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত গত বছর নিয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের যাদেরকে আমরা ফ্যাসিস্ট শক্তি বলি। সেই ফ্যাসিস্ট শক্তির পরাজয় হয়েছে। আমি বিশ্বাস করিনা যে এমন কিছু আর বাংলাদেশে করা সম্ভব যে আবার ফ্যাসিস্টদের পুনরুত্থান হবে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে পঞ্চগড়- ১ আসনের অর্ন্তভূক্ত তেঁতুলিয়া, সদর ও আটোয়ারী উপজেলা বিএনপি আয়োজিত পঞ্চগড়- ১ আসনের অর্ন্তভূক্ত ২৩ টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সাথে আসন ভিত্তিক তৃণমূল প্রতিনিধি সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ একটা ফ্যাসিস্ট ব্যবস্থা, একটা স্বৈরাচার ব্যবস্থাকে চিরদিনের জন্য বিদায় করার জন্য কিন্তু এই এত রক্ত দিয়েছে এবং এত বছর ধরে সংগ্রাম করেছে। কাজেই আমি বিশ্বাস
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩