রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
মুতাসিম বিল্লাহ বায়জিদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকা থেকে তিনটি গরু চুরি করে পালানোর সময় চোরচক্রের একটি পিকআপ আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৯ নভেম্বর) ভোররাতে হাজরাবাড়ি এলাকা থেকে গরুগুলো চুরি করে।
একটি পিকআপে করে পালিয়ে যায় কয়েকজন চোর। বিষয়টি টের পেয়ে স্থানীয় কয়েকজন মোটরসাইকেলে করে ধাওয়া করেন।
পরে জামালপুর শহরের গ্যাস পাম্প এলাকায় গিয়ে তারা পিকআপটি আটকাতে সক্ষম হন।
ঘটনার খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপসহ গরুগুলো জব্দ করে।
তবে এ ঘটনায় কেউ আটক হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩